বইমেলা প্রতিদিন
দ্বার খুলল প্রাণের মেলার
- তাওসিফুল ইসলাম, ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১২ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১২ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দুয়ার খুললো মাসব্যাপী একুশের বইমেলার। আজ রবিবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনকালে তিনি বলেন, অমর একুশে বইমেলার মধ্য দিয়ে আমাদের শিল্প-সংস্কৃতিকে কেবল বাংলাদেশের মধ্যেই নয়, বিশ্ব দরবারে পৌঁছাতে চাই। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কর্তৃক রচিত ৩য় বই ‘আমার দেখা নয়া চীন‘ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইমেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এবছর বাংলা একাডেমীর অমর বইমেলা ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ‘ পালন উপলক্ষে তার প্রতি উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে, উদ্বোধনের পরপরই সন্ধ্যার দিকে মেলার দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ফলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান চত্ত্বরে অনেকেই আসতে থাকেন। তবে প্রথমদিন মেলায় পাঠকদের আনাগোনা কমই লক্ষ্য করা গেছে। এদিন চত্ত্বরে স্টল মালিক ও সংশ্লিষ্টদের আনাগোনা ছিল বেশি।
সোহরাওয়ার্দী উদ্যান চত্ত্বরের দি স্কাই পাবলিশার্স স্টলে প্রতিনিধি শিহাব উদ্দিন বলেন, প্রথম দিনই খুব স্বাভাবিকভাবে পাঠক বা ক্রেতার সংখ্যা কম থাকে। তবে গত বছরের চাইতে ভালই লোকজনের আনাগোনা রয়েছে।
অবধূত বইঘরের স্টলে একাই বসে ছিলেন সুজন দাস। তিনি বলেন, আজকে প্রথম দিন সেজন্য ক্রেতার সংখ্যা কম। তবে আস্তে আস্তে ক্রেতার সংখ্যা বাড়বে, ভিড় বাড়বে এবং বেচাকেনাও বাড়বে।
প্রথমা প্রকাশনীর স্টল থেকে বই কিনে বের হওয়া মারুফ মোরশেদ নামের এক ক্রেতা বলেন, মেলার প্রথমদিন এসে বেশকিছু বই কিনেছি। ইচ্ছে আছে প্রথম দিনেই একুশটা বই কেনার। তিনি আরও বলেন, স্টলে গিয়ে জিজ্ঞেস করলে দেখা যায় প্রায় বই আসেনি এখনো। বিশেষ করে আয়মান সাদিক, সাদমান সাদিক এর বই এখনো আসেনি। তাহলে কিনবো কিভাবে?
এদিকে, মেলার প্রথমদিনেই সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যান চত্ত্বরের ৬১৬ নম্বর স্টলে (রাবেয়া বুকস্) আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। তবে কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডেপুটি স্ট্যাইন ডাইরেক্টর নিউটন দাশ সাংবাদিকদের বলেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোন ক্ষয়-ক্ষতি হয়নি। যদি আগুন ছড়িয়ে যেত তাহলে মেলায় বড় ধরণের ক্ষয়-ক্ষতি হতো।
ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। মাসব্যাপী গ্রন্থমেলায় এবারও ‘শিশুপ্রহর’ ঘোষণা করা হবে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ প্রদান করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতা-মাকিদ হায়দার, কথাসাহিত্য-ওয়াসি আহমেদ, প্রবন্ধ/গবেষণা-স্বরোচিষ সরকার, অনুবাদ-খায়রুল আলম সবুজ, নাটক-রতন সিদ্দিকী, শিশুসাহিত্য-রহীম শাহ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা-রফিকুল ইসলাম বীর উত্তম, বিজ্ঞান/কল্পবিজ্ঞান-নাদিরা মজুমদার, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী-ফারুক মঈনউদ্দীন, ফোকলোর-সাইমন জাকারিয়া।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে তিন লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী গ্রন্থমেলা পরিদর্শন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রামেন্দু মজুমদার, নূরুন্নাহার খানম এবং ড. শাহাদাৎ হোসেন নিপু।
লেখক বলছি অনুষ্ঠান: মেলার প্রথম দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধান রিবেরু, রেজা ঘটক, সৌম্য সালেক, সাইফুল ভুঁইয়া।
আগামীকালের অনুষ্ঠানসূচি : আগামীকাল অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়াচীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনায় অংশগ্রহণ করবেন ড. ফকরুল আলম এবং কবি তারিক সুজাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।