অমর একুশে গ্রন্থমেলা
বসন্তের ছোঁয়ায় জোয়ার নামবে আজ
- ইরফান হক
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৯ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৯ AM
আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ফাগুন যে আসছে, তার ছোঁয়া শুধু প্রকৃতিতে নয়, দৃশ্যমান হয়ে উঠেছে মানুষের বসনেও। গত কয়েক দিন ধরেই অমর একুশে গ্রন্থমেলায় বাসন্তী রঙের পোশাক আর মাথায় ফুলের টোপর পরে আসছেন তরুণীরা। আর তরুণদের পোশাকেও ছোঁয়া লেগেছে উচ্ছলতার।
আজ সকাল থেকে বসন্তের আগমনী উচ্ছ্বাসে ভাসবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। দুপুরের পর জোয়ার নামবে অমর একুশে গ্রন্থমেলায়। আর সে জোয়ার স্পর্শ করবে পুরো রাজধানীকেই। আজ মেলার দ্বার খুলবে দুপুর ৩টায়। চলবে রাত ৯টা পর্যন্ত।
প্রকাশকরা আশা করছেন, আজ বুধবার পহেলা বসন্ত আর আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবসের মধ্য দিয়ে মেলায় দর্শনার্থী পূর্ণ থাকবে। বেচা-বিক্রিও জমে উঠবে। এই দুইদিনকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন প্রকাশকরা।
মুক্তচিন্তা প্রকাশনীর মালিক শিহাব বাহাদুর বলেন, বসন্তের প্রথম দিন উপলক্ষে আজ মেলা প্রঙ্গানে দর্শনার্থীদের আনাগোনা বেশ ভালোই হবে। তাই বেচাবিক্রি একটু বেশি হবে। তাছাড়া আগামীকাল বৃহস্পতিবার যেহেতু বিশ্ব ভালবাসা দিবস তাই এদিনও দর্শনার্থীদের আনাগোনা আর বেচাবিক্রি দু’টিই ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, মঙ্গলবারও গ্রন্থমেলা প্রাঙ্গন ছাড়াও টিএসসি, দোয়েল চত্বরসহ ঢাবি এলাকায় তরুণ-তরুণীদের জমিয়ে আড্ডা দিতে দেখা গেছে। তাদের অনেকের হাতে আর খোঁপায় ছিল হলুদ গাঁদা ফুল। আর প্রায় সবাই লাল, হলুদ, সবুজ, বেগুনী, কমলা বা সাদা রঙে নিজেদের সাজিয়েছেন বাসন্তী সাজে। মেলা প্রঙ্গনে কথা হয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওরীন আক্তারের।
তিনি বলেন, বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলায় এসে পছন্দের বই কিনলাম। যদিও বসন্ত এখনও আসেনি, তবুও বাসন্তী সাজে এলাম, বন্ধুরাও এসেছে। বসন্ত আর গ্রন্থমেলা দুটোই তো চমৎকার, সেজন্য দুটোকে একসূত্রে বাঁধা আরকি।
নতুন বই: গ্রন্থমেলার ১২তম দিন মঙ্গলবার নতুন বই এসেছে ১৪৯টি। এরমধ্যে রয়েছে-গল্পের ২৭টি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ ৬টি, কবিতা ৪৪টি, গবেষণা ২টি, ছড়া ৪টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ৪টি, বিজ্ঞান ৬টি, ভ্রমণ ৫টি, ইতিহাস ১টি, রাজনীতি ৪টি, চি:/স্বাস্থ্য ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ১৩টি।
গ্রন্থমেলার মূলমঞ্চ: মঙ্গলবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় কবি-অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান হাফিজ। আলোচনায় অংশগ্রহণ করেন শফিউল আলম, রেজাউদ্দিন স্টালিন এবং মোহাম্মদ আবদুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুন-উর-রশিদ।
আজকের অনুষ্ঠানসূচি: আজ বুধবার মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি রফিক আজাদ : শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করবেন অসীম সাহা, ফারুক মাহমুদ এবং জাফর আহমদ রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রশীদ হায়দার। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।