চুয়েটে প্রকৌশলীদের ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রকৌশলীদের নিয়ে ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবিয়ানার আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। ওয়েবিনারটির আয়োজক ‘চুয়েট ক্যারিয়ার ক্লাব ও চুয়েটিয়ান ক্লাব’।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. এসকে শরীফুল আলম। এছাড়াও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী নিজাম উদ্দিন, আদনান মাহমুদ ও দিলরুবা আহমেদ চৌধুরী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন।
জানা যায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ চাকরি প্রস্তুতিসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিত হওয়া এবং ক্যারিয়ার গঠনে সঠিক দিক নির্দেশনা প্রদান ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার উদ্দেশ্যে এ ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে।
এ বিষয়ে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি আলী হাসান তুহিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে, চুয়েট ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ‘ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারস’ শীর্ষক এই অনলাইন ওয়েবিনারটি ভবিষ্যত প্রকৌশলীদের ক্যারিয়ার গঠনে একটি দিকনির্দেশনা প্রদান করবে।