বাচ্চাদের হাতে মোবাইল নয়, বই দিন: জাফর ইকবাল

অমর একুশের গ্রন্থমেলার তৃতীয় শিশু প্রহরে জাফর ইকবাল
অমর একুশের গ্রন্থমেলার তৃতীয় শিশু প্রহরে জাফর ইকবাল  © সংগৃহীত

বাচ্চাদেরকে স্মার্ট ফোন দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, ‘তাদের ইউটিউব-ফেইসবুক থেকে সরিয়ে নিয়ে আসুন। মোবাইল স্ক্রিন থেকে ওদের সরিয়ে আনুন। স্ক্রিন হচ্ছে একমুখী, সে আমাকে দেয়, আমি কিছু দিতে পারি না। কিন্তু বইতো একমুখী না’।

তিনি বলেন, ‘বাবা-মাকে বলবো, আপনারা একটু বাচ্চাদের হাতে টাকা দেন, ওরা বই কিনুক। উৎসাহ দেন বই পড়ার জন্য।’ শনিবার অমর একুশের গ্রন্থমেলার তৃতীয় শিশু প্রহরে এসে তিনি এই অনুরোধ জানিয়েছেন।

বয়োঃসন্ধিকালে কিশোর বয়সীদের বইমুখী করে তুলতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘একেবারে শিশু না, কিশোর... এই যারা ক্লাস সেভেন এইটে পড়ে..... এই বয়সটায় তার সবকিছু মনস্তাত্বিক পরিবর্তন ঘটে এবং শিক্ষণীয় সময়টা পার করে। বই পড়াতে আমাদের ওই সময়টাকে আরও একটু টার্গেট করা যেতে পারে।’

বই পড়ার মাধ্যমে চিন্তার জগতের প্রসার ঘটার কথা কিশোরদের সামনে তুলে ধরেন এই লেখক। তিনি বলেন, ‘আমি যখন বই পড়ি তখন কল্পনা করি, চিন্তা জাগে, আর এটা একটা প্রক্রিয়া। কিন্তু ফেইসবুক দেখলে বা ইউটিউব দেখলে তো কোনো প্রক্রিয়া হয় না, শুধু ভালো লাগা জন্মে।’

শিশু-কিশোরদের বইমুখী করতে বিদ্যালয়গুলোও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন জনপ্রিয় এই লেখক। তিনি বলেন, ‘প্রত্যেকটা স্কুল যদি দায়িত্ব নেয় যে, আমাদের স্কুলের সব শিশুদের আমরা মেলায় নিয়ে যাব, সে ব্যাপারটাও বেশ ভালো হয়। আগে থেকে মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সব বাচ্চাদের নিয়ে আসা হলো মেলায়। ওরা ঘুরল, বেড়াল, শিখল।’

পুরো মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখার সময় জাফর ইকবাল তার ক্ষুদে ভক্তদের অটোগ্রাফ দেন, তাদের সেলফির আবদার মেটান।


সর্বশেষ সংবাদ