বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাব্যগ্রন্থ প্রকাশ

কবি খাজা আহমেদ তার নতুন প্রকাশিত বই নিয়ে
কবি খাজা আহমেদ তার নতুন প্রকাশিত বই নিয়ে  © টিডিসি ফটো

নৈঃসঙ্গের বীজতলায় বসে লিখা কিছু কবিতা নিয়ে সাজানো ‘বিচ্ছিন্ন সভ্যতার আশীর্বাদ’ কবি খাজা আহমেদের তৃতীয় কবিতা গন্থ; যেটা পড়ে আপনি নৈঃসঙ্গের দাঁড় টেনে টেনে নিজের জন্ম-জরিপের মধ্য দিয়ে পৃথিবীর বিশালতাকে আচ্ছাদন করলেও করতে পারেন খুব কাছ থেকে। আপনি অনুধাবন করতে পারেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকার লাবণ্য চাওয়া, তার উজ্জ্বলতায় ধরে রাখা আদ্রতা।

আপনার জীবনের খতিয়ানের শানে নুজুল পড়তে পড়তে আপনি জেনে জেতে পারেন আপনি এ পৃথিবীতে শুধু ভ্রমণের জন্য আসেননি এসেছেন ভালবাসতে। যে ভালবাসায় পড়ে থাকে আপনার ধ্যানগ্রস্থ ম্যাক্রটেইলরের অস্তিত্ব কিংবা রুগ্ন বারান্দা। বিচ্ছিন্ন সভ্যতার আশীর্বাদ পড়ে আপনার হারিয়ে যাওয়া প্রেমিক কিংবা প্রেমিকাকে পেতেও পারেন ফিরে। করতে পারেন আপনার সম্পর্কের রজতজয়ন্তী।

আপনি কি নীরন্ধ্র অন্ধকারের ভেতরে শুধু অন্ধকার দেখেন নাকি আলোও। যদি অন্ধকার দেখেন তবে যৌবন হত্যার দৃশ্য আর যদি দেখেন আলো তবে ....এর ভেতর প্রেম। এমনি মন্তব্যে উপনীত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র খাজা আহমেদের বিচ্ছিন্ন সভ্যতার আশীর্বাদ কাব্য গন্থ নিয়ে।

কবি খাজা আহমেদ জীবন সচেতন এক অনন্য সাধারণ জন। তার দেখা ও লিখাই একমাত্র আরাধ্য বিষয়। পরিবার, পরিপার্শ্ব, সঙ্গ ও সাহচর্য আর যত্রতত্র ভ্রমণের মধ্য দিয়ে তিনি অবলোকন করেন নিত্য জীবনকে, বিকশিত করে নেন নিজ জীবন ভাবনাকে। তার দর্শন মেধা ও মনন, কল্পনা আর সৌন্দর্য বোধের সংশ্লেষণে নান্দনিকতায় আচ্ছন্ন করে তুলে তার লিখা তথা শিল্পভুবনকে। এ কথা বলতে দিধা নেই তার কবিতা তার যাপিত জীবনেরই ভাবানুবাদ।

তরুণ এই কবির কবিতায় পাওয়া যাই সমস্ত পৌরাণিক চিন্তার সমাধান কুসুমাস্তীর্ণ ঘোলাটে কালিমার অন্তরালে। কবি সুমন বাড়ৈ তার কবিতা পড়ে অনুভব করেছেন কালজন্ম অসুখের আরোগ্য বিধান হতে পারে তার কবিতা। যেখানে আকোন্দ গাছের দুধে ভরে যাই আমাদের বাড়ির উঠান। অতপর হাজারো বাঁশ পাতার খামে ভরা চিঠি আসে এঁকে বেঁকে।

কবি খাজা আহমেদ বরিশাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবেন, ভাবেন তার চারপাশে ঘটে যাওয়া নির্লিপ্ত কিংবা আরাধ্য কারিশমা নিয়ে। তার একাকিত্ব বলয়কে ভেঙে বন্ধুবলয়কে প্রসারিত করেন নিরন্তর।

বিচ্ছিন্ন সভ্যতার আশীর্বাদ কাব্য গন্থটি প্রকাশ করেছেন মৃদঙ্গ প্রকাশনী। বইটির সৌজন্য মূল্য রাখা হয়েছে ১২৫ টাকা।


সর্বশেষ সংবাদ