শেকৃবি অধিভুক্ত ভেটেরিনারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ- ৬৭৪০ এবং বিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহে ২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ (লেডেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তিচ্ছুকদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তির শেষ সময় আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। ভর্তি সংক্রান্ত যাবতিয় তথ্য ওয়েবসাইট (www.sau.edu.bd) এ বাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট (www.dls.gov.bd)-এ পাওয়া যাবে।
আরও পড়ুন: ছাত্রীকে পাস করাতে বাসায় ডাকতেন শিক্ষক
আসন সংখ্যা:
সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ- ৫০টি
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ- ৬০টি
বিধি মোতাবেক মোট আসনের কোটার আসন অধিভুক্ত থাকবে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা:
২০১৭/১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত/উচ্চতর গণিত বিষয়সমূহ সহ উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বেতন ১৫ হাজার, প্রভাষকের ১০ হাজার টাকা!
সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার চতুর্থ বিষয় বাতীত পরীক্ষা দুটির প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে।
আবেদন করার নিয়ম:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) দিয়ে অনলাইনে লগইন- পাসওয়ার্ড পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করা হলে প্রার্থীকে একটি আইডির (পিন) ও পাসওয়ার্ড দেওয়া হবে। আবেদন ফি জমা দেওয়া ও জি
পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য ঐ পিন ও পাসওয়ার্চের প্রয়োজন হবে।
আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর কানসহ পূর্ণাঙ্গ মুখমণ্ডল দেখা যায় এমন একটি পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙিন ছবি আপলোড করতে হবে।
আবেদন ফি:
কার্যালয় থেকে নির্ধারিত ফি ১ হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।
আরও পড়ুন: আগুন থেকে যেভাবে প্রাণে বাঁচলেন নার্সিং ছাত্রী মুক্তা
আবেদনের সময়সীমা: ২৮ ডিসেম্বর হতে আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞাপণে দেখুন-