বাকৃবি চর উন্নয়ন ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক সালাম

  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অভ্যন্তরে অবস্থিত হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপপরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

এর আগে অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বাকৃবির ঈসা খাঁ হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন শাখার পরিচালক, এবং গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অ্যাকোয়াপনিক্স নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরুপ তিনি ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ১৪২২’ লাভ করেন।


সর্বশেষ সংবাদ