পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়ায় এখনো ‘প্রাচীন যুগে’ বাকৃবি

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের প্রতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ফরম পূরণে ভোগান্তির শিকার হতে হয়। যেখানে সব ডিজিটাল প্রক্রিয়ায় চলে সেখানে ফরম পূরণ ‘প্রাচীন যুগে’র প্রক্রিয়া চলমান রয়েছে। প্রশাসনকে অনলাইনে ফরম ফিলআপের জন্য বারবার অনুরোধের পরও আশার আলো দেখছেন না শিক্ষার্থীরা।

জানা যায়, পরীক্ষার ফরম পূরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমে ডিন অফিস বা উচ্চশিক্ষা ও গবেষণা ভবন থেকে ফরম নিতে হয়। তারপর সেই ফরম পূরণ করে কোষাধ্যক্ষ অফিস থেকে আরেকটি টাকার রশিদ নিয়ে নিয়ে হিসাবরক্ষণ অফিসারের (ক্যাশ) স্বাক্ষর নিতে হয়। তারপর সেই রশিদ ও সেমিস্টার ফি এর টাকা নিয়ে জমা দিতে হয় পূবালী ব্যাংকে।

আইসিটি সেলের টিম এ বিষয়ে কাজ করছে। আশা করি খুব শিগগিরই অনলাইনে ফরম পূরণের প্রোগ্রাম তৈরির কাজটি সম্পন্ন হবে। -হারুন-অর-রশিদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা

এরপর আবার ফরম ও টাকার রশিদ নিয়ে কোষাধ্যক্ষ ভবন এসে কোষাধ্যক্ষের স্বাক্ষর নিতে হয়। এরপর ফরম ও টাকা জমার রশিদ নিয়ে জমা দিতে হয় নিজ হলের অফিসে। হল অফিস থেকে প্রভোস্টের স্বাক্ষরকৃত ফরম পুনরায় ডিন অফিস বা নিজ অনুষদের অফিসে জমা দিতে হয়। এভাবে জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়ায় প্রতি সেমিস্টার ফাইনালের ফরম পূরণ চলে।

বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রিফা সাজিদা বলেন, বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষার ফরম ফিলআপে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। প্রযুক্তির আওতায় এনে অনলাইনে ফরম পূরণ করলে ছাত্রছাত্রীদের ভোগান্তি কমবে। তবে অনলাইনে ফরম ফিলাপকে উপলক্ষ্য করে কোনো বর্ধিত ফি প্রশাসন যেন আরোপ না করে সেটিও খেয়াল রাখতে হবে।

সেমিস্টার পরীক্ষার ফরম ফিলআপে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। প্রযুক্তির আওতায় এনে অনলাইনে ফরম পূরণ করলে তাদের ভোগান্তি কমবে। -রিফা সাজিদা, সভাপতি, ছাত্র ফ্রন্ট

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, আইসিটি সেলের টিম এ বিষয়ে কাজ করছে। আশা করি খুব শিগগিরই অনলাইনে ফরম পূরণের প্রোগ্রাম তৈরির কাজটি সম্পন্ন হবে।  

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপাচার্যের নির্দেশে সেমিস্টারের ফরম পূরণের অনলাইনে করার জন্য কাজ চলছে। আগামী সেমিস্টার পরীক্ষায় শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • ২০ জানুয়ারি ২০২৬
এনসিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক
  • ২০ জানুয়ারি ২০২৬
র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9