চবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে শহীদ তরুয়া ও ফরহাদকে নিয়ে প্রশ্ন

  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এবারের প্রশ্নে জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টির দুই শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনকে নিয়ে প্রশ্ন করা হয়েছে।

প্রশ্নপত্রের সাধারণ জ্ঞান অংশের একটি প্রশ্নে চবির দুই শহিদের নাম উল্লেখ করা হয়। প্রশ্নটি হলো ‘জুলাই বিপ্লব, ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?’ চারটি অপশনে ছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর। 

আরও পড়ুন: চবির ‘বি’ ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

এছাড়া আরেকটি প্রশ্নে উল্লেখ করা হয় ড. মুহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?

প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। ওইদিন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।

অপরদিকে শেখ হাসিনার পতনের ঠিক আগের দিন ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত হন শহীদ ফরহাদ হোসেন। জানা গেছে, দুইজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। 


সর্বশেষ সংবাদ