ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতি, তদন্তের আশ্বাস প্রশাসনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতি নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (ব্যবসায় শিক্ষা ইউনিট) ভর্তি পরিক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসংগতির বিষয়ে উত্থাপিত অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধানের লক্ষ্যে কার্যক্রম চলছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিকভাবে আহবান জানানো হচ্ছে।
এর আগে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরিক্ষায় একই সেটের প্রশ্নপত্রে ধারাক্রমে অসংগতি দেখা গেছে। একই সঙ্গে কিছু প্রশ্নপত্রে চারটি প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছে। বিষয়টি পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে বলে জানায় তারা।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওএমআর অংশটি স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। কম্পিউটারকে একটি সেটের জন্য একটি উত্তরপত্র দেওয়া হয়। সে অনুযায়ী ভুল-শুদ্ধ নির্ণয় করে কম্পিউটার নম্বর প্রদান করে। তবে এক সেটের প্রশ্নে এমসিকিউর ক্রমধারা ঠিক না থাকলে যেসব শিক্ষার্থীর হাতে অসংগতিপূর্ণ প্রশ্ন গেছে, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।