চবির ‘এ’ ইউনিটের ফল কবে?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৬১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।
ওই সূত্র আরও জানায়, ‘এ’ ইউনিটের ফল প্রকাশের জন্য দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। তবে এর আগে ফল তৈরির কাজ শেষ হলেও তিনদিনের আগেই ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল
এ প্রসঙ্গে জানতে চাইলে চবির জীববিজ্ঞান অনুষদের ডিন এবং এ ইউনিটের সমন্বয়ক ড. মো. তৌহিদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, আমরা চাই কোনো ভুলত্রুটি ছাড়া ফলাফল প্রকাশ করতে৷ সেজন্য একটু বেশি সময় লাগতে পারে৷ তবে আশা করছি দুই দিনের মধ্যে প্রকাশ করতে পারবো।