গুচ্ছের ‘বি’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের সমাধান

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় শুরু হয়েছে। শেষ হয় দুপুর ১টায়। নিম্নে গুচ্ছের মানবিক বিভাগের 'বি' ইউনিটের সাধারণ জ্ঞান অংশে প্রশ্নোত্তর দেওয়া হলো- 

01. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিমি

02. ‘সবার জন্য শিক্ষা’ শ্লোগানটি কোথায় মুদ্রিত আছে।
উত্তর: দুই টাকার মুদ্রায়    

03. 'মুজিব শতবর্ষ' লোগোর নকশাকার কে?
উত্তর: সব্যসাচী হাজরা 

04. কোনটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নয়? 
উত্তর: সঠিক উত্তর নেই 

05. ডনবাস কী?
উত্তর: ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার একটি যুদ্ধক্ষেত্র 

06. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদ ভূমিকা পালন করেছিল?
উত্তর: বাঙালি

07. অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ামক কোনটি?
উত্তর: ধর্ম ও বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ নেই 

08. সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হলো
উত্তর: সামাজিক স্তরবিন্যাস 

09. প্রতিটি সংঘের নির্দিষ্ট নাম ও থাকে
উত্তর: উদ্দেশ্য 

10. শিল্পায়ন ও নগরায়ণের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে?
উত্তর: অণু পরিবার 

11. কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কী?
উত্তর: অর্থনীতি

12. কোন লেখকদ্বয়ের লেখনী ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল? 
উত্তরঃ রুশো ও ভলতেয়ার

13. বঙ্গভঙ্গ-এর প্রতিক্রয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কী? 
উত্তর: স্বদেশী আন্দোলন

14. চরমপত্র কী? 
উত্তরঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান

15. রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ কোনটি?
উত্তর: ভোটদান 

16. বেঙ্গল প্যাক্ট কী?
উত্তর: একটি চুক্তি

17. টেরাকোটা কী?
উত্তর: পোড়া মাটির ফলক 

18. কোন ব্যাখ্যা ব্যক্তি ভেদে সর্বদা ভিন্ন হয়?
উত্তর: সাধারণ 

19. যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যাপৃত থাকে তা হলো
উত্তর: চিন্তা 

20. সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার অনুপাত কত?
উত্তর: ৫ : ১১ 

21. এল নিনো ঘটাতে পারে
উত্তর: সবগুলোই 

22. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: সিকিম পর্বত 

23. পণ্যের দাম স্থিতিস্থাপকতার নির্ধারক (Determinant) নয় কোনটি?
উত্তর: পণ্যের বিকল্প ও পরিপুরকে পর্যাপ্ততা

24. কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়?
উত্তর: স্বয়স্মূম্ভ বিনিয়োগ 

25. ভোগ অপেক্ষক C = a + bYp এর মান কত হতে পারে? B 
উত্তর: ∝ 

26. অর্থনীতিতে ‘দীর্ঘকাল’ বলতে কী বুঝায়?
উত্তর: যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল 

27. জিডিপি (GDP) তে কোনটি অন্তর্ভুক্ত? 
উত্তর: গৃহস্থালির পণ্য হতে অর্জিত অর্থ

28. কম্পিউটার চালু হওয়ার সময় কোনটি প্রথমে ব্যবহৃত হয়? 
উত্তর: ROM

29. Google Drive কী ধরনের স্টোরেজ?
উত্তর: ক্লাউড 

30. কোন কোড ব্যবহার করা হয়? 
উত্তর: UNICODE


সর্বশেষ সংবাদ