পরীক্ষা পেছানো নিয়ে কিছু বলেননি ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর  © ফাইল ছবি

গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

শুক্রবার (২৪ জুন) রাত ৮টা ৫০ মিনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে মন্তব্য করা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপে ‘ বন্যা পরিস্থিতি বিবেচনায় পেছানো হতে পারে পরীক্ষা (শুধু বিজ্ঞান)। এ নিয়ে আলোচনা করবে ইউজিসি। সোর্স- আলমগীর স্যার, সদস্য (ইউজিসি’ বলে খবর প্রচার করা হয়। 

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা: শিক্ষা প্রতিষ্ঠান কি আবারও বন্ধ হবে?

এ প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ধরনের কোনো কথা আমি বলিনি। আমাকে একজন শিক্ষার্থী ফোন করেছিল। সে ভর্তি পরীক্ষা পেছানোর কথা বললে আমি তাকে বলি এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। পরীক্ষার এখনো এক মাসের বেশি সময় বাকি আছে। এর বাইরে কিছু বলিনি।

ভর্তি পরীক্ষা পেছানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার এখনো এক মাসের বেশি সময় বাকি আছে। আশা করছি খুব দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ