চবির ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে সভা করেছে বিশ্ববিদ্যালয় কৃর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা গেছে, চবির ভর্তি পরীক্ষা নিয়ে একটি প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শুক্রবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই তারিখ জানাবেন চবি উপাচার্য। চবির ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি না থাকলে পরবর্তীতে সভা ডেকে এটি চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চবি রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি এখনো চূড়ান্ত না হওয়ায় এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: মে’তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ক্লাস শুরু জুলাইয়ে

একই ধরনের মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. বেনু কুমার দে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৮ তারিখ বিশ্ববিদ্যালয় পরিষদের সভা রয়েছে। এই সভার আগে ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে কোনো তথ্য দেয়া সম্ভব হবে না।

এদিকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে দেশের শীর্ষ দুই বিশ্ববিদ্যালয়। আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৪ জুন থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবি সূত্রে জানা গেছে, আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৪ জুন

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটি আগামীকাল জেনারেল এডমিশন কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। আগামী ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি জানান, আজকের সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সভায় কবে থেকে আবেদন শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


সর্বশেষ সংবাদ