০৫ নভেম্বর ২০২১, ১২:৩২

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কাল

সাত কলেজের বাণিজ্য ইউনিটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন ঢাবি উপাচার্য  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাত কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হবে।

শুক্রবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সাত কলেজের বাণিজ্য ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি: ফল পুনর্নিরীক্ষার আবেদন ‍ফি ২ হাজার টাকা