ঢাবির কলা ইউনিটের সমন্বয়কের ইন্তেকাল, যেভাবে চলবে ভর্তি প্রক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. জিয়া রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এ অবস্থায় ইউনিটটির ভর্তি পরীক্ষায় কোনও ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম বৃহস্পতিবার (১৪ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পসকে বলেন, একটি ইউনিটে একাধিক ডিন দায়িত্বে থাকেন। প্রতি বছর যেকোনো একজন নেতৃত্ব দেন। অধ্যাপক ড. জিয়া রহমান স্যারের দায়িত্ব এখন অন্য কেউ পালন করবেন। এতে ভর্তি প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত ঘটবে না। স্বাভাবিক নিয়মে অন্য প্রক্রিয়া চলবে।

অধ্যাপক ড. জিয়া রহমান বিশ্ববিদ্যালয়টির অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। তার বয়স হয়েছিল ৬০ বছর। শনিবার (২৩ মার্চ) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ