চবিতে ভর্তি: আরেক ইউনিটের প্রবেশপত্র মিলবে আজ, দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য আরেকটি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। এদিন বি-১ ইউনিটের প্রবেশপত্র পাওয়া যাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়। এদিনে দেরি করে রাত ৯টায় এ প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এতে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ১৬ ফেব্রুয়ারি রাত ৯টা হতে নিজ নিজ প্রোফাইলে পাওয়া যাবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 

এ ছাড়া পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। প্রতিটি ইউনিটের জন্য প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার আলাদা তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ের হলটিতে বাইরে থেকে খাবার আনা, রান্না করে বাইরে নেয়া নিষেধ

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৪র্থ সভার ৩ নম্বর সিদ্ধান্তক্রমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

পর্যায়ক্রমে অন্য ইউনিটের প্রবেশপত্রও ডাউনলোড শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে। প্রবেশপত্র সংগ্রহের তারিখ দেখতে ও পুনঃনির্ধারিত সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ