২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজই, ক্লাস জুলাইয়ে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ AM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১১:০৪ AM
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ রোববার (২১ জানুয়ারি)। এ জন্য বেলা ২টায় ইউজিসি ভবনে সভায় বসছেন উপাচার্যরা। গুচ্ছের কোর কমিটির এ সভায় আজই সবকিছু চূড়ান্ত করা হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গুচ্ছভুক্ত দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রোববার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে আজকের সভায়। আবেদনের সময়সীমা নির্ধারণ, কোন ইউনিটের পরীক্ষা কবে, ফি, কেন্দ্রসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে সভায়।
রোজার ঈদের পর এবারের ভর্তি পরীক্ষা হতে পারে বলে আগেই জানানো হয়েছিল। সেভাবেই সভায় তারিখ নির্ধারণ হতে পারে। এর আগে সভা দেড়টায় হবে বলে জানানো হয়েছিল। তবে পরে ২টায় হবে বলে জানান সংশ্লিষ্টরা। সভার পর ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
একজন উপাচার্য আজ রোববার সকালে বলেন, আজই ভর্তি পরীক্ষার বিষয়ে সবকিছু চূড়ান্ত করা হবে। ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে জুনের মধ্যে। জুলাইয়ের ১ থেকে ৪ তারিখের মধ্যে ক্লাস শুরু হবে। সেভাবে সবকিছু এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যবিপ্রবির (আহ্বায়ক) সঙ্গে এবার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আগের ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর যুক্ত হচ্ছে।
আরো পড়ুন: রাবি ‘এ’ ইউনিটের ভর্তি প্রস্তুতি নিয়ে যে পরামর্শ আইন বিভাগের তাওহীদের
আগেই গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।