কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হতে পারে এ মাসেই

লোগো
লোগো  © ফাইল ছবি

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে চলতি মাসেই সভা হতে পারে। আগামী ৩০ জানুয়ারি এ সভার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, এবারও সবার শেষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী মে অথবা জুন মাসে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তবে চলতি মাসে একটি সভা হওয়ার কথা রয়েছে। সভার পর এ বিষয়ে জানানো যাবে।

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এ বছর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে।

কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ