ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ PM
আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট। নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চীনা ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম, ইংরেজি ভাষা প্রোগ্রাম, জাপানি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম এবং ফরাসি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম এর শূন্য আসনে ভর্তিচ্ছুদের কাছে থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.২৫/ দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক/ সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই।
বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীদের ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে হবে।
ভর্তির আবেদন ফরমের মূল্য ৩০০০ টাকা।
আরও পড়ুন: ঢাবির পদার্থবিজ্ঞানে মাস্টার্সে ভর্তির সুযোগ ১৮ বিভাগের শিক্ষার্থীদের
ক) আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৪, বুধবার
খ) ভর্তি পরীক্ষার তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
গ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার
ঘ) মৌখিক পরীক্ষার তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার
ঙ) মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
ভর্তির তথ্য ও ভর্তির আবেদন ফরম ইনস্টিটিউটের ওয়েবসাইট অথবা ইনস্টিটিউটের অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।ভর্তির আবেদন ফরম সরাসরি অফিস চলাকালীন জমাদান করতে হবে।
যোগাযোগ: ০১৮৩৭৪২২৩০৯, ০১৯৭৭৯৮৮২২২
বিস্তারিত বিজ্ঞপ্তিতে