গুচ্ছের পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, ৩০ জুনের মধ্যে ভর্তির সুপারিশ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা   © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সভা চলছে। আজ রোববার (১৪ জানুয়ারি) ইউজিসি ভবনে সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত আছেন। এতে অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে মত দিয়েছেন বলে সভার একটি সূত্র জানিয়েছে।

দুপুরে সভার একটি সূত্র জানায়, গুচ্ছে থাকার পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের মতামত জানিয়েছে। এ সময় ৩০ জুনের মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ করার সুপারিশ করেন একজন উপাচার্য। সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সাবেক ও বর্তমান শিক্ষামন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে এ সুপারিশ করেন তিনি।

জানা গেছে, সভায় ভর্তি পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া নতুন যে তিনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তাদের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষি গুচ্ছে এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরকে জিএসটি গুচ্ছে অন্তর্ভুক্ত করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরো পড়ুন: ভর্তি আবেদন চলছে ৫ বিশ্ববিদ্যালয়ের, ৩৪টির সিদ্ধান্ত আজ

এর আগে গত ৪ জানুয়ারি ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভার বিষয়টি জানিয়ে চিঠি পাঠায় ইউজিসি। চিঠিতে বলা হয়েছে, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ১৪ জানুয়ারি ইউজিসি ভবনে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

যেসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেয়া হয়েছে তারা হলেন— কৃষি ও জিএসটি গুচ্ছভুক্ত ৩১ বিশ্ববিদ্যালয় এবং আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ