ঢাবিতে আইইআর প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্ষ পরিদর্শনরত ভিসি
কক্ষ পরিদর্শনরত ভিসি  © সংগৃহীত

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেশনাল মাস্টার্স অফ এডুকেশন (এমএড) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় শুরু হয় এ পরীক্ষাটি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সাথে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন কত টাকা প্রণোদনা পাবেন?

উল্লেখ্য, এর আগে ২৭ জুন এ সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে আবেদনের শর্তগুলো ছিলো- প্রাক-মাস্টার অব এডুকেশন কার্যক্রম- প্রাক-মাস্টার অব এডুকেশন কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রম- প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীর ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিসহ বিএড/বিএসএড/ডিপ-ইন-এড/ ডিপিএড ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

এছাড়াও শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে। চাকুরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে।


সর্বশেষ সংবাদ