ফটোগ্রাফিতে চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স, ক্লাস শুরু ২৮ জুলাই

ফটোগ্রাফিতে চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স
ফটোগ্রাফিতে চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স  © সংগৃহীত

ফটোগ্রাফিতে দুই বছরের ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছে কাউন্টার ফটো-এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস। এই কোর্সে ভর্তি–ইচ্ছুক নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। ভর্তির শেষ তারিখ ২৫ জুলাই। ক্লাস শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা কাউন্টার ফটোর ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশন করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীরা ১৫টি ছবির পোর্টফোলিও ই–মেইলের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফটোগ্রাফি করছেন এবং ভবিষ্যতে ফটোগ্রাফিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান—এমন শিক্ষার্থীদের জন্য এই কোর্স। কাউন্টার ফটো-এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সও পরিচালনা করে থাকে। 

আরও পড়ুন: সাত কলেজসহ ঢাবির দুই ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণের সময় পরিবর্তন

ভর্তি–ইচ্ছুকরা তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন counterfoto.edu@gmail.com এই ঠিকানায়। 

কাউন্টার ফটোর ফেসবুক পেজেও তথ্য পাওয়া যাবে https://www.facebook.com/counterfoto/

২০১২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধারায় ফটোগ্রাফিতে পড়াশোনা সম্পন্ন করেছেন তিন হাজারের বেশি শিক্ষার্থী


সর্বশেষ সংবাদ