ঢাবি ভর্তি পরীক্ষা

নটর ডেম কেন্দ্রে ১৫ মিনিট দেরিতে প্রশ্ন দেয়ার অভিযোগ

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় নটর ডেম কলেজ কেন্দ্রে ১৫ মিনিট দেরিতে প্রশ্ন দেওয়ার অভিযোগ করেছেন ভর্তিচ্ছুরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (৬ মার্চ) দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বেলা ১১টা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও ১১টা ১৫ মিনিটে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র নিয়ে আসেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানালে মাত্র ৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়। ১২টা ৩৫ মিনিটে তাদের খাতা নিয়ে নেওয়া হয়।

নটর ডেম কলেজ কেন্দ্রের ৩০৪ নম্বর কক্ষে পরীক্ষা দেওয়া এক ভর্তিচ্ছু জানান, এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১৫ মিনিট সময় কম পাওয়ায় আমরা অনেকেই চান্স পাব না। তাড়াহুড়ো করতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর ভুল করেছি।

এ বিষয়ে জানতে নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও’র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি ব্যস্ত পাওয়া যায়।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে বলতে হবে।

প্রসঙ্গত, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। সে হিসেবে একটি আসনের বিপরীতে লড়াই করেছে প্রায় ৪২ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে ঢাবির।


সর্বশেষ সংবাদ