এক মাসের প্রস্তুতিতে কৃষিগুচ্ছে প্রথম নাফিস 

নাফিস ফুয়াদ তালুকদার
নাফিস ফুয়াদ তালুকদার  © সংগৃহীত

নাফিস ফুয়াদ তালুকদারের ইচ্ছে ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়বেন। এর মধ্যেই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে আর ভর্তি পরীক্ষা দেওয়া হয়নি। সাত মাস প্রশিক্ষণের পর ব্যক্তিগত কারণে মিলিটারি একাডেমি থেকে চলে আসেন। তখন সামনে শুধু কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার সুযোগটাই ছিল। মাত্র এক মাস প্রস্তুতি নিয়ে সেখানেই নিজের সেরাটা ঢেলে দিয়েছেন নাফিস। এক মাসের প্রস্তুতিতে কৃষিগুচ্ছে প্রথম হয়েছেন নাফিস। 

নাফিসের মা-বাবা দুজনই শিক্ষক। সে জন্যই হয়তো ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ ‘সিরিয়াস’। রংপুর ক্যাডেট কলেজে পড়েছেন তিনি।  

প্রস্তুতির বিষয়ে নাফিস বলেন, ‘ক্যাডেট কলেজে পড়ার সময় সহশিক্ষা কার্যক্রমগুলোতে যথেষ্ট সময় দিতে হতো। এর বাইরে যেটুকু সময় পেয়েছি, পুরোটাই পড়ালেখায় কাজে লাগিয়েছি। মূল পাঠ্যবই, আর ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন আসে, দুটো মিলিয়ে প্রস্তুতি নিয়েছিলাম।’

আরও পড়ুন: আশা ইউনিভার্সিটির রেজিস্ট্রার বহিষ্কার

নাফিস বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রস্তুতির আসলে কোনো শর্টকাট হয় না। আমি আমার মতো লেগে ছিলাম। যেসব প্রশ্ন বুঝতে পারতাম না, নোট করে রাখতাম। পরে সুযোগ-সুবিধামতো সমাধান খুঁজতাম।’ পড়ালেখা শেষে বাবার মতোই শিক্ষক হতে চান এই তরুণ। বাবাই তাকে সবচেয়ে বেশি উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছেন, সে কথাও বললেন।’

সামনে যাঁরা ভর্তি পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে বলেন, ‘পরিশ্রম করতে হবে। একাদশ, দ্বাদশ শ্রেণির বইগুলো দেখে অনেকেই হতাশ হয়ে পড়ে। এত পড়াশোনা দেখে ভাবে, আমাকে দিয়ে হবে না। হতাশ হওয়া যাবে না। লেগে থাকতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না।’


সর্বশেষ সংবাদ