২৭ নভেম্বর ২০১৮, ১৯:৪২

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষ পরীক্ষা শুরু বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ এবং ২০১৬ সালের (পুরাতন) পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হবে। সারাদেশের ১ হাজার ৮১৫টি কলেজের ৬৯৬টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৭৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন) পরীক্ষার্থীদের প্রতিদিন সকাল ৯টা থেকে এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরী প্রয়োজনে কন্ট্রোলরুমের ০১৭০৫-১২২০০৮ এবং ০১৭৩২-৬৪৬৪৫১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।