বগুড়া জিলা স্কুলের একজন ছাড়া ২৫৮ জনের সবাই জিপিএ-৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৩:২৩ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ০৩:২৩ PM
২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। বগুড়া বগুড়া জিলা স্কুলের মাত্র একজন ছাড়া ২৫৮ জনের সবাই জিপিএ-৫ পেয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জিলা স্কুলে প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছন ২৫৮ জন শিক্ষার্থী। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫৭ জন।
আরও পড়ুন: জিপিএ-৫ বেড়েছে ৮৬ হাজার।
এছাড়া পরীক্ষায় অংগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ২৫৫ জন ছিলেন বিজ্ঞান বিভাগের আর ৩ জন ছিলেন ব্যবসায় শিক্ষা বিভাগের। যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন জিপিএ-৫ পেয়েছেন। ২০২১ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন । সে হিসাবে গত বছরের চেয়ে এ বছর ৮৬ হাজার ২৬২ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন।