এসএসসিতে পাস ৮৭.৪৪ শতাংশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১২:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ । গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৬৪ শতাংশ।
সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন। এর আগে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের প্রধানের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ওয়েবসাইটে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। এই ওয়েবসাইটের (https://eboardresults.com/v2/home) মাধ্যমে পরীক্ষার্থী বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসে প্রতি বছরের ন্যায় ফল জানতে পারবে শিক্ষার্থীরা। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।