এসএসসি পরীক্ষা পেছানোর দাবি, যা বলছে শিক্ষা বোর্ড

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও, কিছু শিক্ষার্থী এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করেছে। তবে এই দাবির প্রতি কোনও সাড়া দেননি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমে বলেন, আমরা ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পরীক্ষার সরঞ্জামাদি সব কেন্দ্রে পাঠানো হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার সময় পেছানোর কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। সামাজিক মাধ্যমে কিছু নামধারী শিক্ষার্থী পরীক্ষা পেছানোর জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিয়ে আগ্রহী।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক

তবে শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের দাবি, পরীক্ষা পেছানোর পেছনে যে দাবি উঠেছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলেন, ৮-৯ মাস আগে ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা এই সময়সূচি মেনে প্রস্তুতি গ্রহণ করেছে। এক সপ্তাহ আগে এই দাবির উঠা অযৌক্তিক এবং এটি পরীক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রেরই অংশ।

এছাড়া, শিক্ষাবোর্ডের কর্মকর্তারা আরও বলেন, যদি কোনো বড় ধরনের দুর্যোগ বা অস্থিরতা না ঘটে, তবে সাধারণত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয় না।

প্রসঙ্গত, ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানোসহ দুই দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো- পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় ৩ থেকে ৪ দিন বন্ধ দেওয়া।

তারা কারণ হিসেবে বলেছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে।


সর্বশেষ সংবাদ