১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭

নাচের ক্লাসে লুটিয়ে পড়লেন শিক্ষিকা, মুদ্রা ভেবে অনুকরণ ছাত্রীদেরও

চীনের লিয়াওনিং প্রদেশে নাচের সময় লুটিয়ে পড়েন শিক্ষিকা  © সংগৃহীত

ছাত্রীদের সামনে দাঁড়িয়ে নাচ শেখাচ্ছিলেন তরুণী শিক্ষিকা। তাকে দেখে নাচের মুদ্রা অনুকরণ করছিলেন ছাত্রীরা। একপর্যায়ে মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়েন শিক্ষিকা। আর সেটিকেও মুদ্রা ভেবে ভুল করলেন ছাত্রীরা। শিক্ষিকার মতোই নিজেরাও মেঝেতে লুটিয়ে পড়ে গেলেন। 
নাচের শিক্ষিকা যে মাথা ঘুরে লুটিয়ে পড়েছেন, তা বুঝতেই পারেননি ছাত্রীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। ‘মাদারশিপএসজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, তরুণী ঘরভর্তি ছাত্রীদের নাচ শেখাচ্ছেন। একপর্যায়ে মাথা ঘুরতে শুরু করে তার। 

শিক্ষিকাকে অনুকরণ করে একইভাবে নাচতে থাকেন ছাত্রীরা। মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়েন শিক্ষিকা। তিনি যে মাথা ঘুরে পড়ে গেছেন, তা বুঝতে পারলেন না ছাত্রীরাও। নাচের মুদ্রা ভেবে তার মতো মেঝেয় লুটিয়ে পড়েন তারাও। সেখানেই শেষ হয় ভিডিওটি।

আরও পড়ুন: ‘এগ ফ্রিজিং’ নিয়ে ভাবছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, এটি আসলে কি?

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনাটি চীনের লিয়াওনিং প্রদেশে ঘটেছে। নাচের ক্লাস চলাকালীন রক্তে শর্করার পরিমাণ কমে যায় শিক্ষিকার। তাই তিনি নাচ করতে করতে পড়ে যান। কিছুক্ষণ পর আবার সুস্থ হয়ে ওঠেন তিনি। ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেন, ‘অনেকে অন্ধভাবে অনুকরণ করেন। শিক্ষিকার বিপদও টের পেলেন না কেউ!’ খবর: আনন্দবাজার।