ডাকসু নেতা রাফিয়া পুলিশি হেনস্তার শিকার : সাদিক কায়েম

১৮ নভেম্বর ২০২৫, ০১:১৬ AM
উম্মে উসওয়াতুন রাফিয়া ও সাদিক কায়েম

উম্মে উসওয়াতুন রাফিয়া ও সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলেন তিনি। 

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন। ইউনিফর্ম পরিবর্তন হলেও বহু ফ্যাসিস্ট পুলিশের মনস্তত্ত্বে এখনো হাসিনা–পূজা বিদ্যমান।

একই সঙ্গে ধানমন্ডিতে আজ বহু শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন।
ডাকসু সদস্য রাফিয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা লীগ ক্যাডারদের চিহ্নিত করে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।

একই সঙ্গে খুনি হাসিনার পক্ষে বিবৃতি দানকারী তথাকথিত শিক্ষক এবং জুলাই গণহত্যার প্রত্যক্ষ সমর্থনদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট কর্মকর্তাদেরকে কালবিলম্ব না করে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে।

এত শহীদের রক্ত, এত জীবন, এত ত্যাগের পরেও খুনিরা দেশের ছাত্রসমাজ ও জনগণের উপর হামলা চালিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে—তা আমরা কখনো সহ্য করবো না।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫