ডাকসু নির্বাচন

‘খুব করে চেয়েছি সে জিতে আসুক’— রাফিয়াকে অভিনন্দন সর্ব মিত্রের

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ AM
সর্ব মিত্র চাকমা ও উম্মা উসওয়াতুন রাফিয়া

সর্ব মিত্র চাকমা ও উম্মা উসওয়াতুন রাফিয়া © টিডিসি সম্পাদিত

গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিবির সমর্থিত প্যানেলের অধিকাংশরা বিজয় অর্জন করেছেন। শিবিরের প্যানেলের বাইরে থেকে ৪ হাজার ২০৯ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়া। রাফিয়াকে অভিনন্দন জানিয়েছেন শিবিরের প্যানেলের বিজয়ী সদস্য সর্ব মিত্র চাকমা।

সর্ব মিত্র বলেন, খুব করে চেয়েছি সে জিতে আসুক। নিজ যোগ্যতায় একা লড়ে সে জিতে এসেছে। রাফিয়াকে অভিনন্দন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন। তার এ স্ট্যাটাসে তিনি রাফিয়া একটি স্ট্যাটাস শেয়ার করেন।

আরও পড়ুন:শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদের প্রশ্ন করবে, আমরা কাজ করব: ডাকসু ভিপি

ফেসবুকে পোস্টে তিনি বলেন, রাফিয়ার সাথে প্রথম সাক্ষাৎ এনটিভির টকশোতে। ওর চিন্তাধারা চমৎকার, এতো সুন্দর কথা বলে! খুব করে চেয়েছি সে জিতে আসুক! নিজ যোগ্যতায় একা লড়ে সে জিতে এসেছে। আমরা একসাথে কাজ করবো, একসাথে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়বো! রাফিয়াকে অভিনন্দন!

সর্ব মিত্র যে ফেসবুক পোস্ট শেয়ার করেছেন রাফিয়ার সেই ফেসবুক রাফিয়া লেখেন, আমি ৪২০৯ টি ভোট নিয়ে ডাকসুর সদস্য হয়েছি। আমি বিশ্বাস করি এই জয় স্রেফ আপনাদের দোয়ার ফল। অনেকে আফসোস করছিলেন যে ঢাবির না হওয়ায় আমায় ভোট দিতে পারেননি, কিন্তু দোয়ায় নাম করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতায় আমার অন্তর পরিপূর্ণ। আপনাদের দোয়ার কারণেই আমি নির্বাচিত হয়েছি, শুধু এই একটি কারণেই।

 

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫