আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, প্রশাসনের আচরণ পক্ষপাতদুষ্ট: ফরহাদ

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ AM
জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ

জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, অথচ প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

ফরহাদ বলেন, ‌‌‌‌‌‘ভোটকেন্দ্রের ১শ মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের ক্ষেত্রেই প্রশাসন নীরবতা দেখাচ্ছে।’

তিনি আরও জানান, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারণে ওই কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েমও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে।’

এদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সকাল সাড়ে ৮টার দিকে তিনি জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বুথে ঢোকেন। অভিযোগ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জন্য কোনো আলাদা কার্ড দেয়নি। সে কারণে আমাকে মেয়েদের হল কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।’

টিএসসি কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা গেছে। সেখানে আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেন্দ্রের প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫