ডাকসু নির্বাচন, মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ PM
ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টায় টিএসসিতে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।

তিনি বলেন, ২০৯৬ জন পুলিশ সদস্য নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে ডগ স্কোয়াড, সোয়াত টিম, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সাদা পোশাকের ডিবি পুলিশসহ র‍্যাব ও বিজিবির সদস্যরাও থাকবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে ৮টি চেকপোস্ট চালু করা হয়েছে। পাশাপাশি মোবাইল পেট্রোল, সিসিটিভি মনিটরিং সেল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

কমিশনার আরও জানান, গত এক মাস ধরে ঢাবি প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে বাড়তি পুলিশি তৎপরতা চালানো হয়েছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। নিরাপত্তা কার্যক্রম চলবে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।

অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারীরাও অস্ত্র বহন করতে পারবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে পুলিশকে অবহিত করার অনুরোধ করছি।

জাল আইডি কার্ড তৈরির বিষয়ে তিনি বলেন, এ ধরনের তথ্য তাদের কাছে এসেছে এবং এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ চলছে। পাশাপাশি সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রচার প্রতিরোধেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মসজিলের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল পে-কমিশনের সভা হচ্ছে কি?
  • ৩০ ডিসেম্বর ২০২৫