৩ নটরডেমিয়ানের সাফল্য

বাবা এসআই, একসঙ্গে ক্যাডার হলেন দুই ছেলে, মেডিকেলে আরেকজন

২৯ নভেম্বর ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০২:০৯ PM
শহিদুল ইসলাম

শহিদুল ইসলাম © সংগৃহীত

সম্প্রতি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের যমজ দুই ছেলে শুভ ও শান্ত। এদের মধ্যে শুভ পুলিশ ক্যাডারে এবং শান্ত শিক্ষা ক্যাডারে মনোনীত হয়েছেন। এটি তাদের প্রথম বিসিএস ছিল।  

শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদস্য শহিদুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার সন্তানরা পড়াশোনায় অনেক পরিশ্রম করেছে বলেই আজকের এই সাফল্য। তাদের মা ২০২০ সালে মারা যান। আমি কর্মস্থলে থাকায় তাদের সময় দিতে পারিনি। নিজেদের শ্রমেই এই জায়গায় আসতে পেরেছে ওরা। এটা আমার জন্য বড় পাওয়া। গেজেট হওয়ার পর তারা আমার মতোই দেশের সেবায় নিয়োজিত থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। দুই সন্তানই নটরডেম কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স শেষ করেছে। ৪৫তম বিসিএস তাদের প্রথমবার ছিল। ৪৭তম বিসিএসের প্রিলিতেও তারা উত্তীর্ণ হয়েছে। তাদের একজন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লেকচারার, আরেকজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। আমার আরেক ছেলে মেডিকেল কলেজে পড়াশোনা করছে।’

তরুণদের উদ্দেশে সফল এই বাবা বলেন, অধ্যাবসায় থাকলে যেকোনো কিছুতেই সাফল্য আনা যায়। মনোযোগ এবং শ্রম দিলে বিসিএস ক্যাডার হওয়া কঠিন কিছু না।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫