যশোর শিক্ষা বোর্ডে এসএসসি’র সকল ভেন্যু কেন্দ্র বাতিল

২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ AM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি’র সকল ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন অবস্থাতেই তাদের নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রের তত্ত্বাবধানে এসএসসির পরীক্ষা দিতে পারবে না। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নকলমুক্ত,শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে সকল ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু কেন্দ্র স্থাপন করে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে আসছে তাদেরকে নিকটস্থ কোন কেন্দ্রের সাথে যুক্ত হতে ইচ্ছুক তাদেরকে ২০ সেপ্টেম্বর শনিবারের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সাথে ৬টি বিশেষ শর্ত দেয়া হয়েছে।

শর্তাবলী হচ্ছে, সংশ্লিষ্ট ভেন্যু কেন্দ্র প্রতিষ্ঠান আবেদন না করলে যশোর শিক্ষা বোর্ড নিজ ব্যবস্থাপনায় ভেন্যু বাতিল করবে এবং অন্য কেন্দ্রের সাথে সংযুক্ত করবে। যেসব কেন্দ্রে ৩০০ এর কম পরীক্ষার্থী রয়েছে অনিবার্য কারণ ছাড়া সেসব কেন্দ্রও স্থগিত করা হবে। অর্থাৎ শিক্ষার্থী সংখ্যা হিসেবে কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রের অবকাঠামো ভালো এবং চারিদিকে নিরাপত্তা প্রাচীর থাকতে হবে। বিজ্ঞানাগার,কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হবে। কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে।কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানটিকে শিক্ষা বোর্ডের অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হতে হবে ।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষা দিলে নকল করার অভিযোগ ওঠে। শিক্ষকরা নানা ধরণে অপকর্মে জড়িয়ে পড়েন। পরীক্ষার পরিবেশ নষ্ট হয়। এ কারণে আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃবোর্ডের সিদ্ধান্তে ভেন্যু কেন্দ্র বাতিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫