বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২২ অক্টোবর ২০২৫, ০৮:১৮ AM
বুটেক্স

বুটেক্স © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদন প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি। এসব বিষয়ে শিগগিরই ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বুটেক্সে মোট ১১টি বিভাগে ৬৪০টি আসন রয়েছে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) ভর্তি পরীক্ষায় ৬৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ২৭৩ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ, একটি আসনের জন্য লড়েছিলেন প্রায় ১৫ জন শিক্ষার্থী। গত বছর আবেদন যোগ্যতার শর্ত অনুযায়ী, এসএসসিতে ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০, এইচএসসিতে ৪.৫০ এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট অন্তত ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকা বাধ্যতামূলক ছিল।

এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে তুলনামূলক খারাপ ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী ধারণা করছেন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বুটেক্সও ভর্তি আবেদনের যোগ্যতায় কিছু শিথিলতা আনতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

 

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫