দুই দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ PM
রুটিন দায়িত্বে থাকা উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা

রুটিন দায়িত্বে থাকা উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা © সংগৃহীত

দুই দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রুটিন দায়িত্বে থাকা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দুই দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে স্মারকলিপি দেয় তারা। একইসাথে তারা গতকাল শহীদ সাজিদ আব্দুল্লাহ'র খুনিদের দ্রুত গ্রেফতার, অবৈধ নিয়োগ বোর্ড বাতিলকরণ এবং ঝালচত্বরে কাদা নিরাসনে বালু মাটি স্থাপনে ৪৮ ঘন্টার আল্টিমেটামের দেওয়ার পরবর্তীতে কাজের অগ্রগতি জানতে চান। 

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের দাবি দুটি হলো - ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক দ্রুত সংস্কার করে নির্বিঘ্নে চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থা চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

স্মারকলিপিতে তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার রয়েছে। পরিবহন নির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দূর্ঘটনায় পতিত হচ্ছে ক্যাম্পাসের যানবাহন। এই দাবিসমূহ বিশ্ববিদ্যালয়ের আপামর সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের দাবি আদায়ে গঠনমূলকভাবে কাজ করে যাচ্ছে। অতিদ্রুত দাবিসমূহ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। 

উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ছাত্রদলকে ধন্যবাদ শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করার জন্য। তারা এসব দাবি নিয়ে এসেছে আমার খুবই ভালো লেগেছে। মাননীয় ভাইস চ্যান্সেলর যেহেতু দেশের বাইরে আছেন, তিনি অফিসে আসার পরেই সৌজন্য সাক্ষাতের আগেই আমি দাবিগুলো নিয়ে শক্তভাবে তার সাথে কথা বলবো এবং এই দাবিগুলো যাতে বাস্তবায়ন হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫