জকসু নির্বাচন © সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন, জবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান; আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যদের সমন্বয়ে নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হলো। তারা কমিটি জকসুর বিধি পাস হওয়ার পূর্ব পর্যন্ত নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্য সম্পাদন করবেন।
জানা গেছে, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে গত ১৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ছাড়াও নির্বাচনের একটি রূপরেখা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।