ইবির ৫০ শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

১৮ আগস্ট ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৪৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে ১৯ জন শিক্ষকের কাছে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম।

তিনি জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিরোধী ভূমিকা পালন করেছিলেন, তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম উঠে আসে। এ কারণে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের শনাক্ত করতে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করে। ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে গত ১৩ আগস্ট কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে মোট ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫