বাউবিতে ফুড এন্ড নিউট্রিশন প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৭ জুলাই ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, লোগো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ‘স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি’ পরিচালিত ৪ বছর মেয়াদি বি.এসসি (অনার্স) ইন ফুড এন্ড নিউট্রিশন প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন জমাদান: ২৭-০৭-২০২৫ থেকে ৩০-০৯-২০২৫ তারিখ পর্যন্ত। 

আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ২.৫০ সহ উত্তীর্ণ অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ হতে কমপক্ষে জিপিএ ২.৫০ এবং সিজিপিএ-২.৭৫/পাশসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া: 

যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বার-এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Offered Programs সেকশন এর অধীনে School of Science and Technology (SST)-এ ক্লিক করে B.Sc (Hons) in Food Science and Nutrition (B.Sc in FSN) প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন। View Details এ B.Sc in FSN প্রোগ্রামে ভর্তির নির্দেশনাবলি গুরুত্ব সহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করতে হবে। B.Sc in FSN প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৬০০/- (ছয়শত টাকা)। তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর বিভাজন:

(ক) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী রসায়ন (৩৫ নম্বর), জীববিজ্ঞান (৩৫ নম্বর), ইংরেজি (২০ নম্বর) এবং সাধারণ জ্ঞান (১০ নম্বর) বিষয়ে মোট ১০০ নম্বরের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) প্রশ্নপত্রে এক ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(খ) নৈর্ব্যক্তিক এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: ক্লাস টেস্ট, সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫