৫০তম বিসিএসের ক্যাডার পদ সংখ্যা চূড়ান্ত, নন-ক্যাডারে আটকা বিজ্ঞপ্তি

১১ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

গত ১ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ক্যাডার এবং নন-ক্যাডার পদের চাহিদাও দিয়েছিল। তবে নন-ক্যাডারের পদ সংখ্যা চূড়ান্ত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সাংবিধানিক সংস্থাটি। 

পিএসসির একটি সূত্র মঙ্গলবার (১১ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৫০তম বিসিএসের জন্য ক্যাডার পদের চাহিদা সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৭৬০টি পদের চাহিদা পাঠানো হয়েছে। নন-ক্যাডারের জন্য প্রায় এক হাজার পদের কথা বলা হলেও এটি যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। এর পর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ৪৭তম বিসিএসের পরীক্ষা কি পেছাচ্ছে?

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। চলতি নভেম্বর মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে ক্যাডার এবং নন-ক্যাডার বিভাগ কাজ করছে। কার্যক্রম শেষ হওয়া মাত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর ও মোট নম্বরের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন এনেছে পিএসসি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে করা হয় ৫০ টাকা। এ ছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।

উল্লেখ্য, সবশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করছিল। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ছিল ২০১।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫