পরীক্ষা কেন্দ্র © সংগৃহীত
৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ রবিবার (১৯ অক্টোবর) রাতে সরকারী কর্ম কমিশন-পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফল বিশ্লেষণে দেখা গেছে, মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী এই বিসিএসে আবেদন করেন। তবে এ পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আর অনুপস্থিতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮২ জন ছিলেন। সেই হিসেবে এই পরীক্ষার পাশের হার শূন্য দশমিক ৬৯ শতাংশ।
শিক্ষার বিশেষ এ বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এখন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। পরে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর।