বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা কত নম্বরে? লিখিত হবে কি?

১৩ মে ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১১:৫১ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে বিশেষ বিসিএসের মাধ্যমে সাড়ে তিন হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এজন্য একটি নিয়োগ বিধি তৈরি করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। এ নিয়োগ বিধিতে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, পিএসসির নিয়োগ বিধি তারা পেয়েছে। এটি এখন যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়া শেষ হলে নিয়োগ বিধি চূড়ান্ত করা হবে। এরপর বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। আর মৌখিক পরীক্ষা হতে পারে ৫০ নম্বরে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিসিএসে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না বলেও জানান ওই কর্মকর্তা’

জানা গেছে, বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন প্রভাষক নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এ ছাড়া স্বাস্থ্য ক্যাডার তিন হাজার ৩০ জনকে নিয়োগের প্রস্তাব এসেছে। ফলে সব মিলিয়ে বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৭১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিধি সম্পর্কে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যে কোনও নিয়োগের ক্ষেত্রে নতুন বিধি তৈরি করতে হয়। বিশেষ বিসিএসের জন্য আমরা একটি নিয়োগ বিধি তৈরি করেছি। এটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করা হবে।’

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫