প্রতীকী ছবি © সংগৃহীত
কর্মস্থলে চাকরিজীবীদের কিছু বিষয় মেনে চলতে হয়। পাঠকদের জন্য সে বিষয়গুলো তুলে ধরা হলো...
১. সর্বাবস্থায় নিজের ব্যক্তিত্ব বজায় রাখবেন
২. দেরিতে অফিসে যাবেন না
৩. ঠুনকো অজুহাতে আগেভাগে বা তড়িঘড়ি করে অফিস থেকে বের হবেন না
৪. প্রয়োজনীয় কাজ অনিষ্পন্ন রাখবেন না
৫. মন্থরগতিতে কাজ করবেন না অর্থাৎ ঠেলাগাড়ি ধরনের হবেন না
৬. বিনা প্রয়োজনে ছুটি ভোগ করবেন না
৭. খোঁড়া অজুহাত থেকে বিরত থাকবেন
৮. মিথ্যা তথ্য সরবরাহ করবেন না
৯. মিথ্যা কথা বলবেন না
১০. প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দেবেন
১১. কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না
১২. অনুচিত কথা চালাচালি করবেন না
১৩. এক সহকর্মীকে কাছে রেখে থেকে অন্য সহকর্মীর সঙ্গে কানাকানি করবেন না
১৪. ব্যক্তি স্বার্থে প্রতিষ্ঠানে দলাদলি তৈরি করবেন না
১৫. প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের চামচামি করবেন না
১৫. কারও কানকথায় গুরুত্ব দেবেন না
১৬. সহকর্মীদের অনুপস্থিতিতে তার ভুলগুলো কর্তাব্যক্তিদের বলে কৃতিত্ব জাহির করার চেষ্টা করবেন না
১৭. আপনি সব বোঝেন বা জানেন এমন ভাব ধরবেন না
১৮. সবকাজের কাজি সাজতে যাবেন না
১৯. সদা সত্য বলা ও সৎ সাহস পোষণের চেষ্টা করবেন
২০. যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, ওই প্রতিষ্ঠানকে অন্যের মনে করবেন না।
অফিসের কর্মপরিবেশ ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা করবেন, সুস্থ জীবন যাপন করবেন। তাহলে আশা করা যায় ভালো থাকতে পারবেন।