কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন এ দেশে গ্রহণ করা হবে না: মির্জা ফখরুল

২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এ দেশে আমরা ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না। এটা নিশ্চিত।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১টায় ঠাকুরগাঁও জেলা মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল পার করছে। অনেক কথা শোনা যাচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। নানান আন্দোলন হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে, দেশকে অস্থির করে তোলার জন্য কিছুসংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এ অবস্থায় আমাদের সাবধান থাকতে হবে। যাতে আমরা অন্ধকারের মধ্যে না চলে যাই। আমাদের সাবধান থাকতে হবে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। অনঐক্য সৃষ্টি যাতে না হয়।’

এ সময় মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘ছয় বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে এটা করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

 মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫