এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম

১৪ নভেম্বর ২০২৫, ১২:০১ AM
কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এনসিপির মনোনয়নপত্র গ্রহণ করছেন

কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এনসিপির মনোনয়নপত্র গ্রহণ করছেন © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইং -এর প্রধান সমন্বয়ক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটর মোড়ে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ‎মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, সদস্য সোহেল রানাসহ ঠাকুরগাঁও জেলার এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির নেতাকর্মীরা। 

জানা গেছে, ঠাকুরগাঁও -৩ ( রাণীশংকৈল ও পীরগঞ্জ) থেকে গোলাম মর্তুজা সেলিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান ও জামায়াতের প্রার্থী মিজানুর রহমান। 

গোলাম মর্তুজা সেলিম রাণীশংকৈল উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার মাতা একজন শিক্ষক ও পিতা অবসরপ্রাপ্ত চাকরীজীবি। 

কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম সিলেট কৃষি বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও কৃষি উইং এর  সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক ছিলেন।তার নেতৃত্বে সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলন গড়ে উঠে।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জাতীয় দৈনিক আমাদের সময়, যায়যায় দিন ও বিভিন্ন নিউজ পোর্টালের বিশ্বিবিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

এছাড়াও, বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জেলা ক্রীড়া সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির এডহক মেম্বার হিসেবে রয়েছেন।

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫