সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার আকাশ

০৪ অক্টোবর ২০২৫, ০৮:১৫ PM
আটক আকাশ

আটক আকাশ © সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চক্রের মূল হোতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) ভোরে দক্ষিণখান থানার আজমপুর রেলগেটসংলগ্ন একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—চাঁদাবাজ চক্রের প্রধান আসাদুর রহমান আকাশ (২৪), তার সহযোগী ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতিতে দেশের জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে তারা নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে বেআইনি কর্মকাণ্ড দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজি, মিথ্যা মামলা দায়ের, মামলা বাণিজ্য এবং মব ভায়োলেন্সের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াত বলে জানা গেছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

যৌথবাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫