গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিঃশর্ত মুক্তি ও শাস্তি প্রত্যাহার দাবি

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

সম্প্রতি গ্রেফতার, চাকরিচ্যুতি, বহিষ্কার এবং হয়রানির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষকদের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহেযোগী অধ্যাপক ড. মাহবুব আলম প্রদীপ এক বিবৃতিতে অবিলম্বে গ্রেফতারকৃত সকল শিক্ষককে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষকদের ওপর সকল ধরনের প্রশাসনিক ও একাডেমিক শাস্তি বাতিলের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, জাতি গঠনের কারিগর শিক্ষক সমাজ আজ অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছেন। তরুণ প্রভাষক থেকে শুরু করে অভিজ্ঞ অধ্যাপক, কারও ক্ষেত্রেই আইনের সঠিক প্রয়োগ দেখা যাচ্ছে না। বরং নানা অজুহাতে তাদের গবেষণা, একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হচ্ছে। অনেক শিক্ষককে চাকরিচ্যুত, সাময়িক বহিষ্কার কিংবা নানা মানসিক নিপীড়নের মধ্যে ফেলা হয়েছে।

তারা মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তার চর্চাকে রুদ্ধ করার একটি সংগঠিত প্রচেষ্টা চলছে। ‘মব সংস্কৃতি’ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতা ও পক্ষপাতমূলক আচরণে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘শিক্ষকরা ইতিহাসে বারবার জাতির সংকটে পাশে দাঁড়িয়েছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সর্বত্র তাদের অবদান অনস্বীকার্য। অথচ আজ তারাই জেলে, মিথ্যা মামলায় অভিযুক্ত, চাকরিচ্যুত কিংবা নিপীড়নের শিকার।’

দাবিসমূহ হলো- অধ্যাপক ড. আবুল বারাকাত, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও মো. শরিফুল ইসলামসহ গ্রেফতারকৃত সকল শিক্ষকের নিঃশর্ত মুক্তি; সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার; চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং চাকরিতে যোগদানের ব্যবস্থা; সাময়িক বহিষ্কৃত শিক্ষকদের বহিষ্কার আদেশ প্রত্যাহার; একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে অবৈধভাবে বিরত রাখা শিক্ষকদের স্বপদে ফিরিয়ে আনা; শিক্ষকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫