বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিশুকে যৌন হয়রানি

১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ AM
বাউফল থানা

বাউফল থানা © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে (০৮) যৌন হয়রানীর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশু উভয়ই নওমালা ইউনিয়নের বাসিন্দা। 

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকেলে বাউফল থানায় ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করার পরপরই সরেজমিন তদন্ত শুরু করে পুলিশ। 

পুলিশ জানায়, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বুদ্ধি প্রতিবন্ধী শিশু (৮) গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে পৌছালে হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা ও চাচা। ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে শিশুর পিছু নেয় স্থানীয় কালু (৩৮) নামের এক অটো রিকশা চালক। যখন শিশু শ্রেণি কক্ষে পৌছায় তখন কেউ আসেনি। এই সুযোগে তাকে একা পেয়ে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করেন কালু এবং তিনি নিজের গোপনাঙ্গে হাত দিতে শিশুকে বাধ্য করেন। ভয়ে ভুক্তভোগী শিশু ডাক চিৎকার শুরু করলে অভিযুক্ত কালু দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর শিশু ক্লাস না করেই কাঁদতে কাঁদতে বাড়ি  চলে যায় এবং তার মায়ের কাছে সবকিছু বলেন। 

ভুক্তভোগী শিশুর মা জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসা করার জন্য তাকে অনুরোধ করেন এবং আশ্বাস দেয় সঠিক বিচার করবেন। কিন্তু ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোনো বিচার করেননি তারা। তাই আজ বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন।  

তিনি আরও বলেন, এনজিওতে সহকারী হিসেবে কাজ করে সামান্য উপার্জন দিয়ে সংসার পরিচালনাসহ প্রতিবন্ধী মেয়েকে লেখাপড়া করাচ্ছেন। এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে কোনো শিশুর সাথে না ঘটে, সেজন্য কালুর উল্লেখযোগ্য শাস্তি দাবি করেন। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, সরেজমিন তদন্ত শুরু করেছে থানা পুলিশের একজন উপপরিদর্শক। তদন্ত কাজ শেষ করে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫